রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

রাজস্থান রয়্যালসে যোগ দিলেন সাঙ্গাকারা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ২৮ জন নিউজটি পড়েছেন

বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও ধনী ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন চৌদ্দতম আসরে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে দলের ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে রাজস্থান রয়্যালস। এক বিবৃতিতে রাজস্থানের গ্রুপ প্রধান নির্বাহি মাইক ফর্ডহাম জানান, খেলোয়াড় ও নেতা হিসেবে দুর্দান্ত ক্রিকেটীয় জ্ঞান নিয়ে আসছেন সাঙ্গাকারা।

মাইক ফর্ডহাম আরও বলেন, ‘তাকে দলে নিতে পেরে আমরা আনন্দিত। তিনি দলের খেলোয়াড়-কোচদের সাফল্য পেতে উদ্বুদ্ধ করবেন বলে আমরা আশাবাদী।’ কিংবদন্তি ক্রিকেটার সাঙ্গাকারা ১৬ বছরের ক্যারিয়ারে ২৮ হাজার রান করেছেন। সাঙ্গা বলেন, ‘বিশ্বের শীর্ষস্থানীয় এ ক্রিকেট প্রতিযোগিতায় কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।’

নিলামের জন্য অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। গত আসরে রাজস্থানকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। স্মিথকে ছেড়ে দিয়ে নতুন অধিনায়ক হিসেবে সঞ্জু স্যামসনকে দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। করোনাভাইরাসের কারণে সংযুক্ত আরব আমিরাতে হওয়া গত আসরে ১৪ ম্যাচে ৩১১ রান করেন স্যামসন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English