রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

রাত্রিকালীন যুদ্ধের মহড়া চালিয়ে চমকে দিল ইরান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩২ জন নিউজটি পড়েছেন

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সফলভাবে রাত্রিকালীন মহড়া করে চমকে দিয়েছে। এ মহড়ার নাম দেয়া হয়েছে ‘মহানবী (স.)-১৬’। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিনে শুরু হয়ে রাতভর চলে এই মহড়া। আইআরজিসি বলছে- মহড়ার লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়েছে।

আইআরজিসির পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল পাকপুর বলেছেন, ‘আমরা আগেও রাত্রিকালীন মহড়া করেছি। তবে এতো বিশাল পরিসরে মহড়ার আয়োজন এই প্রথম।’

তিনি বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার দিবাগত) রাতে সেখানে ভয়াবহ যুদ্ধের এক বাস্তব পরিস্থিতি তৈরি করা হয়েছিল। সেখানে ব্যাপকভাবে হেলিকপ্টার, ড্রোন ও কামানের ব্যবহার করা হয়েছে। পদাতিক বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয়ের ভিত্তিতে এ মহড়া চালানো হয়। হেলিকপ্টারগুলো থেকে কল্পিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে।’

ব্রিগেডিয়ার জেনারেল পাকপুর আরও বলেন, ‘ইরানি বিশেষজ্ঞদের তৈরি রাত্রিকালীন যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করে মহড়া চালানো হয়েছে। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পর্ব সম্পন্ন হয়েছে।’

গত ১০ ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের ৪২তম বিজয়ের বার্ষিকী উদযাপন করা হয়। বিপ্লবের ৪৩তম দিনে যাত্রার প্রথম দিনে এ মহড়ার আয়োজন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English