মিসর অবরুদ্ধ গাজার রাফা ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার থেকে তা খুলে দেওয়ার কথা রয়েছে। গাজা নিয়ন্ত্রণকারী হামাসের স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার পর্যন্ত টার্মিনাল খোলা থাকবে।’ গত মার্চের পর তৃতীয়বারের মতো মিসরীয় কর্তৃপক্ষ রাফা ক্রসিং খুলে দিল। চলতি মাসে গাজা সরকার মিসর সরকারের সঙ্গে রাফা ক্রসিং খুলে দেওয়ার ব্যাপারে আলোচনায় বসেছিল। করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর মিসর সরকার রাফা ক্রসিং বন্ধ করে দেয়। তবে গাজা ভ্রমণকারীদের অবশ্যই ২১ দিন সরকার নির্ধারিত স্থানে কোয়ারেন্টিনে থাকতে হবে। উল্লেখ্য, রাফা ক্রসিং দিয়ে অবরুদ্ধ গাজায় মিসর থেকে খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আসে। আলোচনা সাপেক্ষে মিসর সরকার বিভিন্ন সময় তা সরবরাহের অনুমতি দিয়ে থাকে।