বিরাট কোহলি অসম্ভবকে সম্ভব করার একটা চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে ফেরালেন কাগিসো রাবাদা। সবমিলিয়ে ৪ উইকেট তুলে নিলেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫৯ রানে জয় পেয়েছেন দিল্লি ক্যাপিটালস।
আগে ব্যাট করা দিল্লি ৪ উইকেটে ১৯৬ রান তুলেছিল। পৃথ্বি শ ও শিখর ধাওয়ান ভালো শুরু করেছিলেন। তবে ২৬ বলে ৫৩ রান করে স্কোরটা বড় করেন মার্ক স্টয়নিস।
জবাব দিতে নেমে বেঙ্গালুরু সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। এক বিরাট কোহলি ৪৩ রান করেন। রাবাদা ২৪ রানে ৪ উইকেট তুলে নেন।
সংক্ষিপ্ত স্কোর :
দিল্লি ক্যাপিটালস : ২০ ওভারে ১৯৬/৪ (স্টয়নিস ৫৩*, পৃথ্বি ৪২, ধাওয়ান ৩২; সিরাজ ২/৩৪)।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ২০ ওভারে ১৩৭/৯ (কোহলি ৪৩; রাবাদা ৪/২৪, প্যাটেল ২/১৮, নোর্টজে ২/২২)।
ফল : দিল্লি ক্যাপিটালস ৫৯ রানে জয়ী