শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

রামমন্দির নয়, ভ্যাকসিন প্রয়োজন: দেব

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

সম্প্রতি অযোধ্যার রামজন্মভূমিতে মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে করোনাকালীন রামমন্দির নির্মাণ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের ঘাটালের তৃণমূল সংসদ সদস্য ও অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব।

তিনি বলেন, ‘এই মহামারীতে কোনো বাচ্চাকে যদি প্রশ্ন করা হয়, তোমার এখন কী চাই? করোনার ভ্যাকসিন না রামমন্দির, সেও বলে দেবে কোনটা প্রয়োজন।’

অভিনেতা দেব আরও বলেন, ‘আমাদের কারো কাছে এটি বিরোধী দল বা দল বলে কথা না। আমার কাছে মোদিজিকে ভালো লাগে। পুরো ভারতজুড়ে তার যত অনুসারী আমি তার প্রশংসা করি। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে শুধু আমি না, কোনো বাচ্চা ছেলেকেও যদি জিজ্ঞাসা করা হয়, সেও বলবে আগে মন্দির নয়, ভ্যাকসিন প্রয়োজন।’

গত বুধবার (৫ আগস্ট) দিনক্ষণ, শুভলগ্ন মেনে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মন্দিরের প্রথম ইট গাঁথেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় আরো উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ মন্দির নির্মাণে ব্যয় হবে আনুমানিক ৩০০ কোটি রুপি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English