শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

রাশিয়ার ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষা হবে সউদীতে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

রাশিয়ার তৈরি নভেল করোনাভাইরাসের ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষায় অংশ নেবে সউদী আরব। মানবদেহে প্রয়োগের পর প্রাথমিক পর্যায়ে রুশ করোনা ভ্যাকসিন ব্যবহারে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। প্রাথমিক পর্যায়ে প্রতিষেধকটি ৩৮ জনের দেহে প্রয়োগ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরো একশজনের শরীরে তা প্রয়োগের প্রস্তুতি চলছে। সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে। খবর আরব নিউজের।
রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে সউদী আরব। টিকা আবিষ্কারে রাশিয়ার বিজ্ঞানীদের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছেন সউদী আরবের স্বাস্থ্য বিশেষজ্ঞরাও।
আগামী সোমবার মস্কোতে যৌথ সংবাদ সম্মেলনে পরীক্ষামূলক টিকাটির ব্যাপারে বিস্তারিত জানানোর কথা রয়েছে। দেশ দুটির যৌথ অর্থায়ন ও উদ্যোগে ‘এফিভাভির’ নামে করোনা মোকাবেলায় একটি নতুন টিকা খুব শিগগির মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হবে বলে জানিয়েছে রাশিয়া।
টিকা তৈরিতে রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) সঙ্গে সউদী আরবের বেশ কয়েকটি প্রকল্পের অর্থ বিনিয়োগ করা হয়েছে।
এ প্রকল্পের প্রধান কিরিল ডিমিত্রিভ সাংবাদিকদের জানান, টিকাটি প্রথমে রাশিয়ায় মানবদেহে প্রয়োগ করা হবে। এর ফল ভালো হলে এটি পরে সউদী আরবেও মানবদেহে প্রয়োগ করে এর গুণাগুণ বিচার করা হবে। এতে সফলতা এলে দুই দেশের কোভিড-১৯ রোগীদের এ টিকা দেয়া হবে।
পরীক্ষামূলক প্রয়োগে সুফল পাওয়া গেলে চলতি বছর করোনা টিকার তিন কোটি ডোজ উৎপাদন করবে এবং পরবর্তী সময়ে ১৭ কোটি ডোজ উৎপাদন করবে বলে জানিয়েছে রাশিয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English