ধর্ম অবমাননার অভিযোগে পল্টন থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিথি সরকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এক দিনের রিমান্ড শেষে শনিবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১২ নভেম্বর তিথি সরকারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন তার স্বামী শিপলু মল্লিকের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
গত ১১ নভেম্বর বিকেলে নরসিংদীর মাধবদীর পাঁচদোনা থেকে তিথি সরকারকে গ্রেফতার করা হয়। একই দিন তার স্বামী শিপলু মল্লিক রাজধানীর কাপ্তানবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটনার দায়ে নিরঞ্জন বড়ালসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে গত ২ নভেম্বর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। নিরঞ্জন বড়াল রিমান্ড শেষে এখন কারাগারে আছেন।