শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

রেকর্ড মৃত্যু ১৫৩, শনাক্ত ৮৬৬১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৫৫ জন নিউজটি পড়েছেন
করোনায় ২৪ ঘণ্টায় ১১৭ জনের মৃত্যু, শনাক্ত ৩৫২৫, শনাক্তের হার ১২.৭৮

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫৩ জনের মৃত্যু হয়েছে, যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৬৫ জনের। এর আগে, গত ২৭ জুন ১১৯ জনের মৃত্যু হয়েছিল। ৩০ জুন মারা যান ১১৫ জন। ১ জুলাই সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়। এরপর ২ জুলাই ১৩২ জন মারা যান। ৩ জুলাই ১৩৪ জনের মৃত্যু হয়েছিল। শনাক্তদের মধ্যে মৃত্যুর হার ১.৫৯%।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৬৬১ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জনে। আক্রান্তের হার ২৮.৯৯%। দেশের ৬০৩টি পরীক্ষাগারে ২৯৮৭৯টি নমুনা পরীক্ষার পর ৮ হাজার ৬৬১ জনকে কোভিড পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়। মৃতদের মধ্যে ৯৬ জন পুরুষ ও ৫৭ জন মহিলা। মৃতদের মধ্যে বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি খুলনা বিভাগের ৫১ জন ও দ্বিতীয় অবস্থানে ঢাকা বিভাগ ৪৬ জন। মৃতদের মধ্যে ৬০ উর্ধ বয়সের ৭০ জন, ৫০ উর্ধ ৪৫ জন ও ৪০ উর্ধ ২৪ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English