‘ডু অর ডাই’ ম্যাচে বলোগনার বিপক্ষে নেমেছিল জুভেন্টাস। আগেই শিরোপার দৌড় থেকে ছিটকে পড়া দলটির জন্য লিগের শেষ ম্যাচটি ছিল ফাইনালের মতোই। সেরা চারে উঠতে হলে জয় ছাড়া কোনও পথই খোলা ছিল না সাদা-কালোদের। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় তুলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে দলটি।
রোববার রাতে প্রতিপক্ষের মাঠে জুভেন্টাসের হয়ে দুটি গোল তুলেছেন আলভারো মোরাতা। একটি করে গোল আদায় করেন ফেদ্রিকো চিয়েসা ও আদ্রিয়েন রাবিয়োত। বলোগনার পক্ষে একমাত্র গোলটি আসে রিকার্দো ওরসোলিনির পা থেকে।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তার না থাকা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। এই ম্যাচে বেঞ্চে বসে থাকলেও ৩৩ ম্যাচে ২৯ গোল তুলে ইতালিয়ান লিগে সেরা গোলদাতা হয়েছেন রোনালদো।
তাহলে কি ইনজুরিতে পড়েছেন পর্তুগীজ মহাতারকা? জবাবে জুভেন্টাসের পরিচালক ফ্যাবিও প্যারাটিসি বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো ইনজুরিতে আক্রান্ত হননি। শেষ কয়েকটা দিন অনেকগুলো ম্যাচ খেলেছি আমরা। গেল বুধবারও গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। পিরলোর (কোচ) সঙ্গে আলোচনা সাপেক্ষে তাকে না খেলানেরার সিদ্ধান্ত নেয়া হয়। তবে তিনি স্কোয়াডেই ছিলেন।’
এদিকে ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর মতে জুভেন্টাসের সঙ্গে সম্পর্কের ইতি টানতে চলেছেন পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী। যদিও আরও এক বছরের চুক্তি রয়েছে। আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে পেতে আগ্রহ প্রকাশ করেছে।