সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আদেশ দীর্ঘায়িত করায় অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।
বৃহস্পতিবার সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ মে রোজিনা ইসলামকে দীর্ঘ সময় আটকে রেখে শারীরিক ও মানসিক নিপীড়ন করা হয় এবং আটকের পর অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়। এ মামলায় বৃহস্পতিবার জামিন আবেদন শুনানি হয়। পরে আদালত আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য করেন।
সমিতির সাধারণ সম্পাদক জোবায়দা পারভিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জামিন আদেশ দীর্ঘায়িত করায় অসন্তোষ প্রকাশ করে অবিলম্বে এ মামলা প্রত্যাহার এবং রোজিনার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।