বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

লকডাউনের প্রথম দিনে রাজধানীতে যেন ছুটির আমেজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৬১ জন নিউজটি পড়েছেন
লকডাউন

দেশে চলছে সাত দিনের লকডাউন। করোনা সংক্রমণ রোধে এ লকডাউন ডাকা হলেও প্রথম দিনে দেখা যাচ্ছে না এর কোনো প্রভাব।

কাগজে-কলমে থেকে যাচ্ছে লকডাউন। জনসাধারণ মাস্ক পরেই বেরিয়ে পড়ছেন সড়কে। লকডাউনের প্রথম দিনে সড়কগুলো দেখলে মনে হবে রাজধানীবাসী যেন কোনো এক ছুটির দিন পার করছেন।
সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মিরপুর এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। লকডাউন উপেক্ষা করে সাধারণ মানুষ নিজ নিজ প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে পড়ছেন সড়কে। সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ঘোরাফেরা করতে দেখা গেছে নানা বয়সের নারী-পুরুষ ও বৃদ্ধদের।

মিরপুর-১০ নম্বর এলাকার বাসিন্দা মো. আব্দুল হাই। লকডাউনে ঘোরাফেরা করতে দেখা যায় তাকে। তিনি বলেন, লকডাউনে ঘরে বসে থাকলে পরিবার নিয়ে কী খাব। কাজের সন্ধানে ঘর থেকে বের হয়েছি। আমাদের মতো দিন আনা, দিন খাওয়া মানুষদের লকডাউনে পড়তে হয় মহাবিপদে। কর্ম আর খাবারের সন্ধানে ঘর থেকে বের হয়েছি।

মিরপুর-৬ নম্বর এলাকার বাসিন্দা রাজু আহমেদ। লকডাউনে কেন বাইরে বের হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, বাজার করতে বাইরে বের হয়েছি। বাসায় তরিতরকারি বলতে কিছুই নেই। আমাদের মতো মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষদের লকডাউন মেনে চলা খুব কঠিন। ঘরে শুয়ে বসে দিন পার করাও কঠিন। পরিবার-পরিজন নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে তো হবে।

কালশী রোডের চাবিওয়ালা আবদুল্লাহ বলেন, পেটের দায়ে ঘর থেকে বের হয়েছি। সকাল থেকে এখন পর্যন্ত কেউ চাবি ঠিক করাতে আসেনি। লকডাউনে মানুষজন ঘর থেকে বেরোচ্ছে কম। আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। কাজ না করলে পরিবার নিয়ে না খেয়ে দিন পার করতে হবে। ঘরে খিদের জ্বালা, রাস্তায় করোনার জ্বালা। কোথায় যাবো কী করবো এ লকডাউনে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English