সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

লকডাউনে ভ্রমণ, জনরোষের মুখে কানাডীয় অর্থমন্ত্রীর পদত্যাগ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৩৬ জন নিউজটি পড়েছেন

লকডাউনের মধ্যে ভ্রমণে গিয়ে জনরোষের মুখে কানাডার অন্টারিও প্রদেশের অর্থমন্ত্রী রড ফিলিপস পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে অর্থমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড।

কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিওতে সম্প্রতি রেকর্ড সংখ্যক করোনাভাইরাস সংক্রমণের কারণে অপ্রয়োজনীয় সবরকম ভ্রমণই নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার মধ্যেই গত ১৩ ডিসেম্বরে ক্যারিবীয় দ্বীপদেশ সেন্ট বার্টসে ব্যক্তিগত ভ্রমণে যান রড ফিলিপস। এরপরই তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার জন্য জনগণ জোর দাবি তোলেন।

বৃহস্পতিবার সকালে দেশে ফিরে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে ফিলিপস তার সফরের জন্য ক্ষমা চান। তিনি বলেন, আমি এমন সময় ভ্রমণে গেছি, যখন সেটা করা উচিত ছিল না। এ নিয়ে আমি কোনও অজুহাত দেখাব না।

নতুন অর্থমন্ত্রী হিসেবে ট্রেজারি বোর্ডের সভাপতি পিটার বেথলেনফালভির নাম ঘোষণা করেছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। তার পদত্যাগের পর এক বিবৃতিতে ফোর্ড বলেন, ফিলিপসের পদত্যাগ দেখিয়ে দিয়েছে, তার সরকার উচ্চমান বজায় রাখার ক্ষেত্রে আমাদের বাধ্যবাধকতার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।

তিনি বলেন, যেখানে অন্টারিওর জনগণকে বাসায় থাকার জন্য অনুরোধ করা হয়েছে, সেখানে তারই মন্ত্রিসভার কোনো সদস্য নির্দেশ অমান্য করে দেশের বাইরে, এটা খুবই হতাশাজনক।

ফোর্ড আরও বলেন, আমার অনুমতি ছাড়াই তিনি দেশের বাইরে যান এবং দেশ ছাড়ার পরে তিনি অনুমতি নেন।

অন্যদিকে, করোনার সংক্রমণ ঠেকাতে অন্টারিও প্রদেশে পুনরায় ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে লকডাউন, চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে শুধু গ্রোসারি ও খাবার দোকান (ডেলিভারি) ছাড়া সবই বন্ধ থাকবে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮২ হাজার ৬৯৭ জন, মারা গেছেন ১৫ হাজার ৬০৬ জন এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ৮১৯ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English