শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

‘লাইক’ হাইড করার অপশন যোগ করল ফেসবুক, ইন্সটাগ্রাম

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ মে, ২০২১
  • ৫৬ জন নিউজটি পড়েছেন
‘লাইক’ হাইড করার অপশন যোগ করল ফেসবুক, ইন্সটাগ্রাম

গত বছর জুলাইতে পরীক্ষামূলকভাবে লাইকের সংখ্যা হাইড করার ফিচার চালু করেছিল ইনস্টাগ্রাম। ২০২০ সালেই সেপ্টেম্বরে একই ফিচার নিয়ে যাচাই পর্ব শুরু করে ফেসবুক। এবার সেই লাইক হাইড করার ফিচারই পাকাপাকিভাবে আসতে চলেছে ফেসবুক ও ইন্সটাগ্রামে। বৃহস্পতিবার (২৭ মে) ফেসবুক এ বিষয়ে ঘোষণা করে। খবর হিন্দুস্তান টাইমসের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের সময়ে অনেকেই লাইকের বিষয়টি নিয়ে একটু বেশি সিরিয়াস হয়ে যান। পোস্টের লাইকের সংখ্যা দিয়ে কোয়ালিটি বিচার করেন অনেকে। এতে মানসিক স্বাস্থ্যে পর্যন্ত প্রভাব পড়তে পারে। আসতে পারে হীনমন্যতা। এ কথা মাথায় রেখেই এবার নতুন অপশন যোগ করতে চলেছে ফেসবুক এবং ইন্সটাগ্রাম।

নতুন আপডেটের পর অ্যাকাউন্টের মালিক নিজেই ইচ্ছা মতো তার পোস্টে লাইক ‘শো’ করাতে পারবেন। আবার চাইলে হাইড করতে পারবেন।

ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ এর আগে সীমিত সংখ্যক ব্যবহারকারীকে পরীক্ষামূলকভাবে এই সুবিধা দিয়েছিল। এর প্রেক্ষিতে সংস্থাটি জানায়, ২০১৯ সালে স্বল্প সংখ্যক ব্যবহারকারীর লাইক হাইড করা হয় পরীক্ষামূলকভাবে। কিছু ব্যক্তি লাইক হাইড করার ফিচারটিকে ভালো বলেন। তবে কেউ কেউ এই ফিচারের বিরোধিতাও করেন।

লাইক হাইড করার পিছনে মূল যুক্তি সামাজিক মাধ্যমের সঙ্গে জড়িত উদ্বেগ কমানো। ইনস্টাগ্রাম মূলত ফটো-বেসড সোশ্যাল মিডিয়া। অনেক ক্ষেত্রেই দেখা যায় বিলাসিতা, অপরাধমূলক বা অশ্লীল আচরণের ছবি ও ভিডিওতে বেশি লাইক পড়ছে। কিন্তু সাধারণ ছবিতে তা হচ্ছে না। ফলে মানসিক স্বাস্থ্যে এর প্রভাব পড়তে পারে বলে মত মনোবিদদের।

লাইকের আশায় ইনস্টাগ্রামে ভুয়া লাইফস্টাইল প্রদর্শনেরও নজির রয়েছে। কোনও কোনও ইনস্টাগ্রামার ভাড়া করা সুপারকার, অন্যের বাড়ি, অন্যের টাকা এমনকি ধার করে আনা দামি পোশাক ইত্যাদি ব্যবহার করে ছবি তোলেন। এর পিছনে লক্ষ্য হল বিলাসবহুল জীবনযাত্রা দেখিয়ে জনপ্রিয় হওয়া ও লাইক পাওয়া। এর প্রভাব যে সমাজে, মানসিকতায় পড়ছে তা বলাই বাহুল্য। অন্যদিকে ইনস্টাগ্রামারদের একাংশের দাবি, লাইক ই মূল মানদণ্ড। কোন ধরনের পোস্ট ফলোয়াররা বেশি পছন্দ করছেন, তা জানতে এটি জরুরি। বিশেষত যাঁরা পেশাগতভাবে ইনফ্লুয়েন্সার, তাঁদের ক্ষেত্রে এই মাপকাঠি অত্যন্ত জরুরি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English