রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

লিবিয়ায় বিক্ষোভ দমনে গুলির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

লিবিয়ায় জীবনযাত্রার বেহাল দশা ও দুর্নীতির প্রতিবাদে রাজধানী ত্রিপোলিতে চলমান বিক্ষোভ দমনে গুলি চালানোর ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফাতি বাশাঘাকে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী ফায়েজ মুস্তাফা আল-সারাজ তাকে বরখাস্তের কথা জানান। এ সময় বাশাঘার বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। খবর আলজাজিরা ও আনাদোলু নিউজের।

যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় জাতিসংঘ স্বীকৃত ক্ষমতাসীন দল গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ) শুক্রবার এক বিবৃতিতে বলেছে, বাশাঘাকে ‘সাময়িক বরখাস্ত’ করা হয়েছে। ত্রিপোলিসহ অন্য শহরে বিক্ষেভাকারীদের ওপর অজ্ঞাত বন্দুকধারীদের গুলি বর্ষণের ঘটনায় তদন্তের মুখোমুখি হবেন তিনি।

এ ছাড়া সামরিকভাবে শক্তিশালী শহর জিনতানের কমান্ডার ওসামা জেউইলির নেতৃত্বে গঠিত আঞ্চলিক বাহিনীকে ত্রিপোলির নিরাপত্তা নিশ্চিতকরণের আদেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আল সারা বলেন, ‌‘৭২ ঘণ্টার মধ্যে জিএনএর নেতৃত্বে গঠিত কমিটি বাঘাশার তদন্ত করবে। এ সময় উপমন্ত্রী খালিদ আহমেদ মাজেন ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেবেন।’

এক বিবৃতিতে বাশাঘা বলেছেন, তিনি তদন্তে সহায়তা করতে প্রস্তুত। তবে স্বচ্ছতা নিশ্চিত করতে তা টেলিভিশনে প্রচার করতে হবে।

২০১৮ সালে বাশাঘা স্বরাষ্ট্রমন্ত্রী হন। ত্রিপোলীতে বিদ্রোহীদের দমনে গত ১৪ মাসে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সম্প্রতি প্রধানমন্ত্রী আল সারাজের সঙ্গে তার দূরত্ব তৈরি হওয়ার খবরের মধ্যেই বরখাস্ত হলেন বাশাঘা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English