লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব শিগগিরই তার সরকারের পদত্যাগ ঘোষণা করবেন বলে সোমবার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
বৈরুত বিস্ফোরণ: মৃত বেড়ে ২২০, তৃতীয় মন্ত্রীর পদত্যাগ
স্থানীয় সময় সন্ধ্যা সড়ে ৭টায় দিয়াব জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছে তার কার্যালয়।
লেবাননের রাজধানীতে বৈরুতের বন্দর এলাকায় গত মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা এরই মধ্যে দুইশ’ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরো প্রায় পাঁচ হাজার মানুষ।
বিস্ফোরণের ওই ঘটনার পর একে একে দেশটির তিন মন্ত্রী পদত্যাগ করেন। যার ফলে পদত্যাগের চাপে পড়ে দিয়াবের মন্ত্রিসভা। ওদিকে, রাজধানী জুড়ে সরকার বিরোধী বিক্ষোভও দিন দিন জোরদার হচ্ছে।