রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শত্রুর হুমকির মোকাবেলায় ইরানের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে : উপ-সেনাপ্রধান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ২৮ জন নিউজটি পড়েছেন

ইরানের সেনাবাহিনীর উপ-প্রধান মোহাম্মাদ হোসেইন দাদরাস বলেছেন, ইরানি সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা ক্ষেত্রে এখন সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।

দখলদার ইসরাইলের সাম্প্রতিক হুমকি প্রসঙ্গে তিনি বলেন, শত্রুরা আমাদের অবস্থান ও প্রস্তুতি সম্পর্কে ভালোভাবে অবহিত।

উপ-প্রধান আরো বলেন, কোনো দেশের সামরিক শক্তি ও প্রস্তুতিতে যখন ঘাটতি থাকে তখনি কেবল তাতে হামলার আশঙ্কা থাকে। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি এমন পর্যায়ে রয়েছে যে শত্রুরা যেকোনো হঠকারী পদক্ষেপ নিলেই তড়িৎ গতিতে জবাব দেয়া হবে।

আমির দাদরাস সাম্প্রতিক সামরিক মহড়ার প্রতি ইঙ্গিত করে বলেন, এই মহড়ায় সশস্ত্র বাহিনী নিজেদের শক্তি ও সামর্থ্য তুলে ধরেছেন।

ইরানের সীমান্তগুলোর নিরাপত্তা ব্যবস্থা এখন খুবই সন্তোষজনক বলেও তিনি জানান।

দখলদার ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান ইরানের বিরুদ্ধে নিজেদের যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে সম্প্রতি বাগাড়ম্বর করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English