মহামারির কারণে বৈশ্বিক অর্থনীতির অবস্থা যখন শোচনীয়, বাংলাদেশে এসএমইগুলো টিকে থাকার জন্য যখন লড়াই করছে, ঠিক তখনই তাদেরকে সাহায্য করতে শপআপ টিম এগিয়ে এসেছে।
তারা যেন শীঘ্রই আবার ভালোভাবে ব্যবসা করে উপার্জন চালিয়ে যেতে পারে, সেটি নিশ্চিত করে বিশ্বের কাছে একটি ভালো উদাহরণ উপস্থাপন করতে চায় শপআপ।
কভিড-১৯ এর সময় যে ফেসবুক ভিত্তিক-কমার্স গুলোর বিক্রি মন্থর হয়ে গিয়েছিলো, তাদেরকে পুরোনো গতিতে ফিরিয়ে নেওয়ার জন্য শপআপ একটি পরিকল্পনা করেছে। শপআপ শুরু করছে দ্য বিগ বাংলাদেশ সেল, যার মূল লক্ষ্য বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আনা। রিসেলার এবং সাপ্লায়ারদের অধিক আয় নিশ্চিত করতে এই ইভেন্টে থাকছে অবিশ্বাস্য দাম আর আকর্ষণীয় সব ডিল, যা বাংলাদেশে আগে কখনো দেখা যায় নি।
এই উৎসবের মূল ভূমিকায় থাকছে শপআপ-এর এন্ড-টু-এন্ড সাপ্লাই চেইন সার্ভিস- প্রোডাক্ট সোর্সিং থেকে ডোরস্টেপ ডেলিভারি থেকে পেমেন্ট সমাধান পর্যন্ত। রিসেলাররা সাপ্লায়ারের সঙ্গে কাস্টমারদের যোগাযোগ করিয়ে দিতে পারবে, যেটা সবার জন্যই অনেক ভালো একটি সুযোগ।
পরিকল্পনা অনুযায়ী এই সেল এর মাধ্যমে কাস্টমারকে সবচেয়ে ভালো দামে প্রোডাক্ট আর সার্ভিস দিয়ে রিসেলার এবং সাপ্লাইয়ার, দুই পক্ষেরই আয় অন্তত দুইগুণ বৃদ্ধি পাবে। সর্বোচ্চ সুযোগ দেয়ার জন্য এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে তিন দিন- ১৬, ১৭ এবং ১৮ জুলাই।