নির্বাচিত সংসদ সদস্যের মৃত্যুর কারণে একাদশ জাতীয় সংসদের শূণ্য হওয়া আসনে নির্বাচিত দুজন সংসদ সদস্য মো. শাহিন চাকলাদার (যশোর-৬) ও বেগম সাহাদারা মান্নান (বগুড়া-১) শপথ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা সংক্রমণ প্রতিরোধে নির্দেশিত শারীরিক দূরত্ব বজায় রেখে ও কঠোর সতর্কতা মেনে দুজন নব নির্বাচিত সদস্যকে শপথ পাঠ করানো হয়। এ সময় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও সংসদ সদস্য মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির মধ্যে গত ১৪ জুলাই অনুষ্ঠিত উপ-নির্বাচনে ওই দুজন সংসদ সদস্য নির্বাচিত হন। যশোর-৬ আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান গত ১৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা মৃত্যুবরণ করায় ২৮ জানুয়ারি ওই আসন দু’টি শূণ্য ঘোষণা করা হয়।