বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন

শপিং ব্যাগে নেওয়া হচ্ছিলো ২৩ হাজার পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৬৬ জন নিউজটি পড়েছেন
ইয়াবার চেয়েও ভয়াবহ ‘ঝাক্কি’

রাজধানীর পল্লবী থেকে ২৩ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-২। শুক্রবার (১০ জুন) বিকেলে রাজধানী পল্লবীর আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো মো. আবদুর রহিম (৪১) ও মো. আবু তাহের (৪০)। এসময় তাদের তল্লাশি করলে সঙ্গে থাকা স্কুলব্যাগ ও শপিং ব্যাগের ভেতর থেকে ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যেগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। এসময় মাদক বিক্রির ৪ লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি ফজলুল হক বলেন, তারা দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে এসে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতো। মাদক পরিবহনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে নানা কৌশলে বিভিন্ন রকম অভিনব পন্থা অবলম্বন করতো। সম্প্রতিকালে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও তল্লাশি বেড়ে যাওয়ায় দৃষ্টি এড়াতে মাদক পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন নিত্য নতুন কৌশল অবলম্বন করতো বলে জানায় র‌্যাব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English