শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল গুড় ধ্বংস

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৩৬ জন নিউজটি পড়েছেন

শিবগঞ্জে গুড়ের সঙ্গে ভেজাল মিশানোর দায়ে সুফিয়া বেগম (৩১) এক গৃহবধূকে আটক করে ৩০ হাজার টাকা জরিমানা এবং ভেজাল গুড় ও গুড় তৈরীর উপকরণ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব আল রাব্বীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব আল রাব্বীর উপস্থিতিতে রবিবার বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চক হরিপুর গ্রামে অভিযান পরিচালনা করে ১০ হাজার কেজি ভেজাল গুড়, ৫০০ কেজি চিনি, ৫ কেজি ফিটকিরি, ৩ কেজি সোডা, ১ কেজি হাইড্রোজ ২ লিটার রং, ১০ কেজি চুন ১০লিটার সয়াবিন তেল ও ২০০ কেজি চিটা গুড়সহ চক হরিপুর গ্রামের শরিফের স্ত্রী সুফিয়া বেগমকে আটক করা হয়। পরে তাকে ৩০ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত মালামালগুলি ধ্বংস করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English