মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শেখ রাসেলের জন্মদিনে গাজীপুরে পথ শিশুদের মাঝে খাবার ও জামা উপহার বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

শ্রদ্ধা এবং ভালোবাসায় গাজীপুরে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে।

গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল ৫শ’ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ ও ২শ’ পথ শিশুদের মাঝে নতুন জামা-কাপড় বিতরণ করেন।

রবিবার (১৮ অক্টোবর) বিকালে গাজীপুর মহানগর ১৫ নম্বর ওয়ার্ডে এই খাবার ও জামা বিতরণ করা হয়।

রাসেল সরকার বলেন, মানব সভ্যতার ইতিহাসে শেখ রাসেলকে হত্যা ঘৃণ্য অপরাধের ইতিহাস। সভ্যতার ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ডে কোনো নারী বা অবলা শিশুকে টার্গেট করা হয় না। শিশু রাসেলকে হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধু পরিবারের শেষ প্রদীপ নিঃশেষ করতে চেয়েছিল। শিশুপুত্র শেখ রাসেল তার নিষ্পাপ প্রাণ উৎসর্গ করে বঙ্গবন্ধুর অনুসারীদের মধ্যে যে দ্বীপ শিখা জ্বালিয়ে গেছেন, তা আজ লাখো কোটি রাসেল অনুসারীদের মাঝে ছড়িয়ে আছে।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ইকবাল মাষ্টার, মহানগর যুবলীগ নেতা রাহাত, হালিশ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English