রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শেয়ারবাজারে সূচক বাড়লেও গতি কমেছে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬ জন নিউজটি পড়েছেন

শেয়ারবাজারে সূচকের বড় ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধির তেমন গতি নেই। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস দুপুর ১২টা নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩২ পয়েন্ট।

আজ ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকের বেশ ভালো একটি ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গিয়েছিল। আধা ঘণ্টার লেনদেনেই ডিএসইএক্স বেড়েছিল ৬০ পয়েন্ট। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছিল ৬১ পয়েন্ট। বাড়তে দেখা ছিল বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর।

দুই ঘণ্টা লেনদেনের পর দেখা যায় হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৮১টির দর বেড়েছে, কমেছে ১১০টির, অপরিবর্তিত আছে ৬৪টির দর। লেনদেন হয়েছে ৪৪৭ কোটি টাকার।

গত চার কার্যদিবসে ডিএসইক্স কমে ১৪৬ পয়েন্ট। গতকাল একদিনেই এই সূচকটি ৪২ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ কমে যায়। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে গত কয়েক দিনে সূচক ও লেনদেন কমে যাওয়ার তিনটি প্রধান কারণ জানা গেছে। এগুলো হচ্ছে—

বুকবিল্ডিং পদ্ধতিতে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের দর প্রস্তাব শুরু হওয়া।
সূচকের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার করা নতুন ঋণ নিয়ম নিয়ে বিভ্রান্তি ও বিদেশিদের বিক্রির চাপ কিছুটা বেড়ে যাওয়া। গত সোমবার থেকে এনার্জিপ্যাকের দর প্রস্তাব শুরু হয়েছে। এতে একজন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সর্বনিম্ন ৫০ লাখ থেকে সর্বোচ্চ দেড় কোটি টাকার শেয়ারের আবেদন করতে পারবেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটি অংশ সেখানে বিনিয়োগ করায় সেকেন্ডারি বাজারে তার কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English