রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

শোয়েব আখতারের নামে স্টেডিয়াম

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৬০ জন নিউজটি পড়েছেন
শোয়েব আখতারের নামে স্টেডিয়াম

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত খান রিসার্চ ল্যাবরেটরি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শোয়েব আখতার ক্রিকেট স্টেডিয়াম রাখা হয়েছে।

আট হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট অনুষ্ঠিত হয়। তবে ক্রিকেটের চেয়ে ফুটবলে এই মাঠ বেশি ব্যবহার হয়।

গতিময় বোলিংয়ের জন্য পিন্ডি এক্সপ্রেস নামে খ্যাত শোয়েবের জন্ম রাওয়ালপিন্ডিতে। জন্ম শহরের স্টেডিয়াম নিজের নামে হওয়ায় যারপরনাই খুশি ৪৫ বছর বয়সী এই ক্রিকেটার।

ক্রিকেট নথির সবচেয়ে গতিময় ডেলিভারি ঘণ্টায় ১৬১.৩ কিমি ডেলিভারির মালিক টুইটারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লেখেন, ‘রাওয়ালপিন্ডির ঐতিহাসিক কেআরএল স্টেডিয়ামের নাম শোয়েব আখতার স্টেডিয়ামে পরিবর্তিত হওয়ার খবরে সম্মানিত এবং বিনম্রবোধ করছি। শব্দ খুঁজে না পাওয়ার ঘটনা আমার কমই ঘটে, আজ সেটাই ঘটছে। বছরের পর বছর ধরে সবার কাছ থেকে যে ভালোবাসা ও সম্মান পেয়েছি, তার জন্য ধন্যবাদ জানানোর ভাষা আমি সত্যিই খুঁজে পাচ্ছি না।’

১৯৯৭ থেকে ২০১১ পর্যন্ত পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটের ২২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন শোয়েব। এর মধ্যে ৪৬ টেস্টে ১৭৮, ১৬৩ ওয়ানডেতে ২৪৭ আর ১৫ টি২০-তে ১৯ উইকেট শিকার করেন তিনি। তবে উইকেট নেওয়া বোলিংয়ের চেয়ে জোরে বল করার জন্য বিশেষ পরিচিতি পান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English