সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শ্রমিকদের উপেক্ষা করে উন্নয়ন টেকসই হবে না: মেনন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, শ্রমিকদের দাবি উপেক্ষা করে উন্নয়ন টেকসই হবে না। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত পাটকল-চিনিকল বন্ধ করে দিয়ে সরকার যে ভুল সিদ্ধান্ত নিয়েছে, তা এখনই শোধরানো প্রয়োজন। কারণ শ্রমিকদের উপেক্ষা করা বা শ্রমিক নেতাদের সম্মান না জানানো শুধু দুঃখজনকই নয়; ক্ষমাহীন অপরাধ বলে গণ্য করা যায়।

বুধবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সদ্যপ্রয়াত শফিউদ্দিন আহমেদ স্মরণে ভার্চুয়াল শোকসভায় সভাপতির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন। তিনি বলেন, এ দেশের শ্রমিকরাই ছয় দফা আন্দোলনে জীবন দিয়ে তাকে জনগ্রাহ্য করেছিলেন। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে ঘেরাও আন্দোলন দিয়ে তাকে জঙ্গি রূপ দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের প্রাক্কালে গাজীপুরের শ্রমিকরাই প্রথম অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে সংগ্রামে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের আন্দোলন তাকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যায়।

শফিউদ্দিন আহমেদের জীবন ও কর্মের ওপর আলোকপাত করে রাশেদ খান মেনন বলেন, কমরেড শফিউদ্দিন ছিলেন আজীবন বিপ্লবী কমিউনিস্ট; নির্মোহ ও আদর্শবাদী ব্যক্তি।

শোকসভায় আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, স্কপের সাবেক সমন্বয়ক ও শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান, আইএলওর দক্ষিণ এশিয়া বিষয়ক শ্রমিক উপদেষ্টা সুলতান আহমেদ, শ্রমিক জোটের নেতা মেজবাহ উদ্দিন আহমেদ, জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English