শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

শ্রমিক কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২ জন নিউজটি পড়েছেন

চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহনকারী গাড়ির শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। এতে রফতানি পণ্যবাহী কনটেইনার বন্দরে নেয়া যাচ্ছে না।

শনিবার সকাল ৬টা থেকে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন এই কর্মবিরতির ডাক দিয়েছে।

রফতানি পণ্য কনটেইনারে বোঝাই করে চট্টগ্রামের ১৮টি কনটেইনার ডিপো থেকে বন্দর নিয়ে জাহাজে তুলে দেয়া হয়।

আর ডিপো থেকে বন্দরে নেয়া হয় এসব গাড়িতে। গাড়ির শ্রমিকেরা কর্মবিরতি পালন করায় রফতানি পণ্য পরিবহনও বন্ধ হয়ে গেছে।

কর্মবিরতি আহ্বানকারী সংগঠনের সাধারণ সম্পাদক আব বকর সিদ্দিকী বলেন, একটি পরিবহন কোম্পানি কোনো কারণ ছাড়াই ৩৬ জন শ্রমিককে চাকরিচ্যুত করেছে। এর প্রতিবাদে এবং শ্রমিকদের নিয়োগপত্র প্রদানের দাবিতে এই কর্মবিরতি ডাকা হয়েছে।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, কর্মসূচির কারণে রফতানি পণ্যবাহী কনটেইনার বন্দরে আসছে না।

‘বন্দর থেকেও কনটেইনারবাহী পণ্য বের হচ্ছে না। তবে বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো নামানো হচ্ছে। পুলিশ প্রশাসন শ্রমিক নেতাদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English