শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৪৯ জন নিউজটি পড়েছেন
প্রত্যেক সফল মানুষের ভেতরে তীব্র যন্ত্রণা লুকিয়ে থাকে : শ্রাবন্তী

আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় বেহালা পশ্চিমে ভোটগ্রহণ। আর তার আগে এবার প্রার্থীর বিরুদ্ধেই হলো মামলা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল থেকেই উত্তেজনা ছড়ায় বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জির রোড শো ঘিরে। রোড শো-তে যোগ দেওয়ার কথা ছিল মিঠুন চক্রবর্তীরও। কিন্তু অনুমতিসংক্রান্ত জটিলতার কারণে তা বাতিল হয়ে যায়।

এবার সেই ঘটনায় অভিযোগ দায়ের হলো শ্রাবন্তীর বিরুদ্ধে। পুলিশি অনুমতি না নিয়ে রোড শো করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পর্ণশ্রী থানায় নির্বাচনীবিধি ভঙ্গের অভিযোগ তুলে বৃহস্পতিবার এই এফআইআর দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

এদিকে সকাল থেকেই মিঠুন চক্রবর্তীর রোড শো ঘিরে মানুষের উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু তা স্থগিত রাখতে হয় বিজেপিকে। এর পরই বিজেপি কর্মীরা পর্ণশ্রী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিরও অভিযোগ ওঠে। ঘটনাস্থলে ছুটে যান শ্রাবন্তী। এর পরই থানায় ঢুকে পুলিশের সঙ্গে কথা বলেন তিনি।

পুলিশের দাবি, ভোটের ৪৮ ঘণ্টা আগে এ ধরনের বড় রোড শো করতে গেলে নির্বাচনের বিধি মেনেই তা করতে হয়। অন্য একটি রাজনৈতিক দল এদিন সকালে ওই সময়ই ওই রুটেই পথসভার অনুমতি নিয়েছিল। ফলে দুটি দলকে একই সঙ্গে কোনোভাবেই অনুমতি দেওয়া সম্ভব নয়। কিন্তু তার পরও বিজেপির সমর্থকরা এদিন থানা ঘেরাও করে ধাক্কাধাক্কি করে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে বলে দাবি পুলিশের।

এবার সেই ধারায় নির্বাচনীবিধি লঙ্ঘন করার জন্য পর্ণশ্রী থানায় মামলা দায়ের হয় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English