শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শ্রীলঙ্কা সিরিজ নিয়ে লিটনের ভাবনা

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৫৭ জন নিউজটি পড়েছেন
শ্রীলঙ্কা সিরিজ নিয়ে লিটনের ভাবনা

ক্রিকেটে বড় কঠিন সময় পার করছে বাংলাদেশ। করোনার মধ্যে প্রথম বিদেশ সফরে গিয়ে হয়েছে ভরাডুবি। সীমিত ওভারের দুই ফরম্যাটেই নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কাতে সাদা-পোশাকেও মলিন। সবমিলিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা।

টানা ব্যর্থতার মধ্যেই কদিন বাদে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে স্বাগতিকেরা। এরই মধ্যে সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করে দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারেরা। অনুশীলনের এক ফাঁকে আসন্ন সিরিজ নিয়ে নিজের ভাবনার কথা জানালেন ডানহাতি ব্যাটসম্যান লিটন দাস।

আগামী ২৩ মে থেকে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের তিনটি ম্যাচই আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।

বিসিবির পাঠাও ভিডিও বার্তায় সিরিজ নিয়ে লিটন বলেন, ‘শ্রীলঙ্কা আমাদের সমমানের দল, সাদা বলের ক্রিকেটে ভালো খেলে। আমাদের আসলে আরো স্মার্ট ক্রিকেট খেলতে হবে। খেলাটাকে নিজের করার জন্য সেভাবেই প্রস্তুত হতে হবে। তাহলে সফল হওয়ার ভালো সুযোগ থাকবে।’

সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ মোটামুটি ভালো দল। একই সঙ্গে ঘরের মাঠের সুবিধা। সব মিলে নিজেদের খারাপ অবস্থানে দেখছেন না লিটন, ‘আমরা সাদা বলের ক্রিকেটে অনেক ভালো। বিশেষ করে হোম কন্ডিশনে। হোম অব ক্রিকেটে যখন খেলি, আমরা অনেক ভালো দল। সত্যি বলতে, এখনকার যারা ক্রিকেটার আছে, সবাই পরিণত হচ্ছে আস্তে আস্তে এবং অনেকে পরিণত হয়ে গেছে। এখন যার যার ভূমিকা পালন করা গুরুত্বপূর্ণ। দলে যার যা ভূমিকা আছে, সবাই বাস্তবায়ন করতে পারলে, যে কোনো দলকে হারানো সম্ভব।’

নিজের অনুশীলন নিয়ে লিটন বলেন, ‘অনুশীলনে একটা ব্যাপারই থাকে, আমাকে নতুন বলের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং সেটাই করছি। ১০ ওভার সফল হলে, ১৫ থেকে ৪০ ওভার আমার জন্য খুবই সহজ। আমি জানি আমার সামর্থ্য কতটা। গত দুই দিন রায়ান কুকের (ফিল্ডিং কোচ) সঙ্গে কাজ করলাম লং হিট করা নিয়ে। নতুন কিছু নিয়ে কাজ করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English