বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

‘সংক্রমণের হার সন্তোষজনকভাবে কমলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪৭ জন নিউজটি পড়েছেন
‘সংক্রমণের হার সন্তোষজনকভাবে কমলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে’

সংক্রমণের হার সন্তোষজনকভাবে কমে আসলে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেব। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে কখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি আরও বলেন, এই মুহূর্তে যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয় তাহলে অভিভাবকরা তাদের সন্তানদের স্কুল-কলেজে পাঠাতে চাইবে না। কেননা সবার কাছে জীবনের নিরাপত্তাটা আগে। আমরা কেউ চাইবো না আমাদের ছেলে-মেয়েদের ক্ষতি হোক। কিংবা অন্য কারো ক্ষতি হোক। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার যে রোডম্যাপ, আমরা সে অনুযায়ীই আগাচ্ছি।

তিনি আরও বলেন, সংক্রমণ কমে আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে কবে সংক্রমণের হার কমবে, আর কবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে সেটি বলতে পারছি না।
আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে সংক্রমণেরা হার কমানো সম্ভব। এক্ষেত্রে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English