ফরিদপুরের সদরপুর উপজেলার সদর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের দর্জিগলির একত্রে থাকা ১৩টি কাপড়ের দোকান সহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও আগুনের প্রচন্ড তাপদাহে পাশের আরও ৬টি দোকানের মালামালের ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ৭টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ঈদ কে সামনে রেখে প্রতিটি দোকানের মালিকরা ধার দেনা, ঋণ করে মালামাল ক্রয় করে দোকানে উত্তোলন করেছিলেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ আগুনে ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় দোকানের মালিকরা নিঃস্ব হয়ে পড়েছে।
সদরপুর বাজার ব্যবসায়ী আসলাম শেখ জানান, সকালে বাজারের অন্য দোকানে থাকা লোকজন আগুনের তাপদাহ টের পেয়ে বাইরে বেরিয়ে এলে আগুন দেখতে পেয়ে বিভিন্ন মাধ্যমকে সংবাদ দেয়। পরে এলাকাবাসীরা এগিয়ে আসে। বাজারের দোকানদার স্থানীয় ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
আগুনের সুত্রপাত সম্পর্কে প্রাথমিক ধারনা করা হচ্ছে ভস্মিভূত প্রতিটি দোকানের থান কাপড়ের সাথে যুক্ত রয়েছে পোষাক তৈরীর টেইলার্স। বেপারী ও খান টেইলার্স দোকান থেকে গ্লোব বা আয়রন থেকে আগুনের সুত্রপাত হতে পারে।
এ ব্যাপারে সদরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মাহবুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রনে সদরপুর ও ভাঙ্গার উপজেলার দুইটি ইউনিট কাজ করে। অগ্নিকান্ডের সূত্রপাতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে, তদন্ত শেষে অগ্নিকান্ডের সুত্রপাত সম্পর্কে জানা যাবে। তিনি আরো জানান, বাজারের ১৩টি কাপড়ের দোকান অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রায় দুই কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
সংবাদ পেয়ে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ও সদরপুর ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান করা হবে।