ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং বা ইআরপি সফটওয়্যারের জনপ্রিয়তা প্রতিনিয়তই বাড়ছে। একটি অভিন্ন সফটওয়্যারের মাধ্যমে প্রয়োজনীয় সকল হিসাব-নিকাশ রাখার পাশাপাশি প্রতিষ্ঠানের সম্পদের হিসাব রাখা, কর্মী ব্যবস্থাপনা সবকিছুই করা যায় বলে বিভিন্ন প্রতিষ্ঠানে ইআরপি সফটওয়্যারের ব্যবহার বাড়ছে।
এসব প্রয়োজনীয়তা মাথায় রেখে এনআইবিজ সফট নিয়ে এসেছে এন-ইআরপি। প্রকিউরমেন্ট, ইনভেন্টরি, ওয়ারহাউজ ম্যানেজমেন্ট থেকে শুরু করে অ্যাকাউন্টস ও ফিন্যান্স ম্যানেজমেন্ট, পিওএস, ক্যাম্পেইন ম্যানেজমেন্টসহ প্রয়োজনীয় সব ফিচারই পাওয়া যাবে এই সফটওয়্যারে। এছাড়া প্রয়োজনমতো ফিচার সংযোজন করার ব্যবস্থাও থাকছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এন জামান চৌধুরী জেমস বলেন, “ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আমরা এন-ইআরপি এবং এন-পেরোল নামক দুটি সফটওয়্যার এনেছি। প্রয়োজনীয় সব ফিচারের পাশাপাশি বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করায় নামকরা বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের এই ইআরপি এবং পেরোল সফটওয়্যার দুটি বেশ সমাদৃত হয়েছে।”