শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

সবচেয়ে আবেদনময়ী দিশার কাছে সবচেয়ে আবেদনময় শাহরুখ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৪১ জন নিউজটি পড়েছেন

২০১৬ সালে এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি দিয়ে উত্থান ঘটেছিল দিশা পাটানির। তারপর তাঁর কেবল ওড়ার গল্প। অল্প কিছুদিনের মধ্যেই তিনি বলিউডের বাইরে থেকে এসে সৌন্দর্য আর মেধা দিয়ে ঠিক জায়গা করে নিয়েছেন কোটি মানুষের ভিড়ের মধ্যে। টাইগার শ্রফের সঙ্গে প্রেম, নিখুঁত শরীর আর নাচ—নানা কিছু নিয়ে নিয়মিত আলোচনায় থাকেন।

৫০ নারীর এই তালিকা তৈরির ক্ষেত্রে অনলাইন ভোটের পাশাপাশি একটা অভ্যন্তরীণ কমিটিও কাজ করেছে। সবচেয়ে আকাঙ্ক্ষিত নারী বাছাইয়ের ক্ষেত্রে লুক, আত্মবিশ্বাস, মেধা আর স্টাইল—এই চার বিষয় কাজ করেছে। দ্য টাইমস–এর জরিপে ভোট ও বিশেষজ্ঞের নম্বরে প্রথম হয়েছেন দিশা পাটানি।

ভারত সিনেমার ‘স্লো মোশন’ গানে দিশা পাটানির শাড়ি পরা লুক স্থান করে নিয়েছে বলিউডের আইকনিক লুকগুলোর ভেতর। ২০১৯ সালে সবচেয়ে বেশি দেখা গানগুলোর ভেতর এই গান অন্যতম। আর সে জন্য নিঁখুত শরীরের ওপর উঁচু করে পরা পাতলা হলুদ শাড়ির দিশাকেই কৃতিত্ব দিচ্ছেন সবাই। আর সেটি যে ভুল নয়, তা প্রমাণ করে দিয়েছেন দিশা।

একের পর এক সাময়িকীর প্রচ্ছদকন্যা হয়েছেন। আর এবার ভারতের সেরা আবেদনময়ী তারকাদের তালিকার একেবারে প্রথম নামটাই ২৮ বছর বয়সী দিশা পাটানি।

এ বিষয়ে অনুভূতি জানতে চাওয়া হলে দিশা বলেন, ‘যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের উদারতায় আমি আপ্লুত। এই ভালোবাসায় আমি কৃতজ্ঞ। আমি জানি, এটা তেমন কিছু নয়। তারপরও আমি অনেক খুশি। আমাকে ভারতের সেরা আবেদনময়ীর তকমা দেওয়া হয়েছে, যদিও মন থেকে আমি এখনো টমবয়।’ দিশা আরও বলেন, এই ভালোবাসা তাঁকে প্রতিদিন ফিট থাকতে অনুপ্রাণিত করবে। এই অর্জনের জন্য দিশা মা, বোনসহ তাঁর ছবির পরিচালক, দর্শক আর ভক্তদের ধন্যবাদ জানান।

সবচেয়ে আবেদনময়ী এই নারীর কাছে জানতে চাওয়া হয় সবচেয়ে আবেদনময় পুরুষের নাম। এই নারীর কাছে তিনি আর কেউ নন, বলিউডের বাদশাহ শাহরুখ খান। দিশা বলেন, ‘কীভাবে যুগের পর যুগ তারকাখ্যাতি আর আবেদন ধরে রাখতে হয়, সেটি শেখার জন্য আমরা তাঁর দিকে তাকাই।’

২০২০ সালে দিশা পাটানিকে দেখা গেছে মালাং ও বাঘি থ্রি সিনেমায়। এরপর তাঁকে দেখা যাবে কেটিনা ও রাধে সিনেমায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English