সম্পর্ক সমান্তরাল হোক সবাই চায়। দুজনের মধ্যে একজন যখন আধিপত্য দেখানোর চেষ্টা করেন তখনই মানসিক দ্বন্দ্ব শুরু হয়। সেটি বাড়তে একপর্যায়ে তা বিষিয়ে দিতে পারে দুজনের সম্পর্কের গতিপথ।
এ ধরনের সমস্যা যাতে অনেক বড় হয়ে না দাঁড়ায়, সে জন্য প্রথম থেকেই নিতে হবে কিছু পদক্ষেপ। যেমন—
সতর্ক হওয়া: সঙ্গী আধিপত্য করার চেষ্টা এমন মনে হলে তখন থেকে সাবধান হতে হবে। সঙ্গীর কোনো বিষয় ভুল মনে হলে তাকে সেটি বোঝাতে হবে। সবসময় চুপ করে থাকার মানসিকতা রাখা যাবে না। এটি করলে এ সমস্যা আরও বড় আকার ধারণ করে।
কথা বলা: সম্পর্কে দুজনেই একে অপরের কাছে মন খুলে কথা বলতে হবে। সঙ্গীর ভালোলাগা বা খারাপ লাগার বিষয়গুলো না বুঝতে পারলে সম্পর্ক ভালোভাবে আগাতে পারে না। সঙ্গী আধিপত্য দেখালে তার কারণ জানতে চাইতে হবে এবং বিষয়টি খোলামেলাভাবে আলোচনা করতে হবে।
সঙ্গীর মতামতের প্রাধান্য দেওয়া: যে কোনো ছোটখাটো বিষয়ে একজনের মত অপরের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। যে কোনো সিদ্ধান্ত নিতে সঙ্গীর মতামতকে প্রাধান্য দিতে হবে এবং একে অপরের বোঝাপড়ার মাধ্যমে সিদ্ধান্তে যেতে হবে।
পজেসিভনেস কাটানো: পজেসিভনেস থেকে উৎপত্তি হতে পারে ঈর্ষা, ভয় ও সঙ্গীর ওপর অবিশ্বাসসহ আরও অনেক কিছু। তাই সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে পজেটিভনেস থেকে সরে আসতে হবে। সঙ্গীর কোনো বিষয় খারাপ লাগলে সেটি নিয়ে খোলামেলা কথা বলতে হবে।