রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সশস্ত্র বিক্ষোভ রুখতে অস্ত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করল ফেসবুক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৩৭ জন নিউজটি পড়েছেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথগ্রহণের আগে ট্রাম্পপন্থীরা সশস্ত্র বিক্ষোভ করতে পারে—এফবিআইয়ের এমন আশঙ্কার পরিপ্রক্ষিতে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। এমন এক প্রেক্ষাপটে নিজেদের প্ল্যাটফর্মে নির্দিষ্ট অস্ত্রের আনুষঙ্গিক জিনিসপত্র এবং প্রতিরক্ষামূলক গিয়ার বিক্রির বিজ্ঞাপন অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে ফেসবুক। শনিবার থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। আর এটি বলবৎ থাকবে ২২ জানুয়ারি পর্যন্ত।

যুক্তরাষ্ট্রে সরকারিভাবেও অস্থায়ীভাবে বন্দুক বা পিস্তলের সাইলেন্সার, গুলি, হোলস্টার (পিস্তল রাখার খাপ), নিরাপত্তামূলক গিয়ারের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সেটিকে সমর্থন জানিয়ে নিজেদের বিজ্ঞাপননীতিতেও পরিবর্তন আনল ফেসবুক। তবে বাইডেনের শপথের মাত্র চার দিন আগে নেওয়া এই সিদ্ধান্ত আসলে কতটা কাজে আসবে তা নিয়ে অনেকে সন্দেহও প্রকাশ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English