শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

‘সহশিল্পী নির্বাচনের বিষয়টি তো আমার হাতে না’

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

তানজিন তিশা। অভিনেত্রী ও মডেল। সাম্প্রতিক সময়ে একাধিক নাটক, টেলিছবিতে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। মডেল হিসেবেও শুরু থেকেই দর্শকের মনোযোগ কাড়ছেন। এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা হয় তার সঙ্গে-

লকডাউনের পর শুটিং শুরু হলেও আপনাকে কোথাও দেখা যায়নি। এখনই কি অভিনয়ে ফিরতে চান না?

বাবা অসুস্থ, এমন একটা সময়ে নাটক, টেলিছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে ওঠার কথা ভাবতেও পারছি না। শুটিং শুরু হলেও কিন্তু করোনার ঝুঁকি ফুরিয়ে যায়নি। স্বাস্থ্যবিধি মেনে অনেকে শুটিং করছেন; কিন্তু আমি সেই ঝুঁকি নিতে চাইনি বলেই নতুন কোনো নাটকের শুটিংয়ে আমাকে দেখতে পাচ্ছেন না।

এবারের ঈদের কোনো নাটক, টেলিছবিতে কি আপনাকে দেখা যাবে না?

লকডাউনের আগে বেশকিছু নাটকের কাজ করেছিলাম। সেগুলোর কিছু রোজার ঈদে প্রচার হয়েছে, কিছু নাটক আসছে ঈদে প্রচার হবে বলে শুনেছি। এর মধ্যে সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘আপনার ছেলে কী করে, শিহাব শাহীনের ‘কুহক’সহ আরও কয়েকটি নাটক ঈদের জন্য চূড়ান্ত হয়েছে। রূপক বিন রউফের ‘বি ব্রেকআপ লিস্ট’ ছিল শুটিং করা শেষ নাটক। শুনেছি এই নাটকও এবার ঈদে প্রচার হবে। এ মুহূর্তে নতুন কোনো কাজ না করলেও ঈদে দর্শকের জন্য আমার কিছু না কিছু কাজ থাকছেই।

যে ভাবনা থেকে অভিনয়ের পেছনে এত সময় দেওয়া, তা কতটা সফল বলে মনে করেন?

আমরা যারা অভিনেতা, অভিনেত্রী বা শিল্পী- তাদের প্রথম লক্ষ্য দর্শক-শ্রোতার মনোযোগ কেড়ে নেওয়া। এরপর এমন কিছু কাজ করা, যার মধ্য সবার মনে অনেকে দিন বেঁচে থাকা যায়। তাই শুরু থেকে যতটা সম্ভব ভিন্ন ধরনের গল্পে কাজের চেষ্টা করেছি। ইউটিউবে নাটকের দর্শক সংখ্যা এবং তাদের মতামত থেকে এটা স্পষ্ট হয়েছে যে, আমার নির্বাচিত গল্প ও চরিত্রগুলো দর্শকের মধ্যেও সাড়া ফেলেছে। একজন অভিনেত্রীর জন্য দর্শকের এই ভালোলাগা বড় একটি পাওয়া বলেই মনে করি।

অভিনয়ের জন্য গল্প ও চরিত্রের পাশাপাশি সহশিল্পী কি চূড়ান্ত করেন?

আমার বিপরীতে কে অভিনয় করবেন, এটা সবসময় নির্মাতা ঠিক করে দেন। সেখানে নিজের কোনো বাছাই চলে না। এখন আমি যদি কারও সঙ্গে কাজ না করতে চাই, সেটা হয়তো পারব। কিন্তু সহশিল্পী নির্বাচনের বিষয়টি কখনও আমার হাতে ছিল না। আমি জানি, আফরান নিশো এবং অপূর্বর সঙ্গে জুটি বেঁধে অনেক কাজ করার কারণেই কারও কারও এটা মনে হয়। কিন্তু এটাও ঠিক যে, আমি অনেকের সঙ্গে অভিনয় করতে চাই। তাই অপূর্ব ও নিশো ছাড়াও তাওসিফ, ইরফান, মনোজ, নাঈমসহ অনেকের সঙ্গেই কাজ করেছি।

নাটকের ব্যস্ততায় কি মডেল তানজিন তিশা হারিয়ে যাবে?

কখনও এটা মনে হয়নি। অভিনয়ের মতো মডেলিংয়ের প্রতি এক ধরনের ভালোলাগা আছে। তাই মডেল তানজিন তিশা এখনই হারিয়ে যাচ্ছে না। ‘আকাশ স্যাটেলাইট’ টিভির সিরিজ বিজ্ঞাপনে কাজ করে দর্শকের দারুণ সাড়া পেয়েছি।

পর্দায় কবে দেখা যাচ্ছে?

সম্ভাবনা নেই- তা কখনও বলব না। সিনেমা মানেই বড় একটি ক্যানভাস, শিল্পী হিসেবে নিজেকে চেনানোর বড় মাধ্যম। জনপ্রিয়তাকে পুঁজি করে যে কোনো কাজের ইচ্ছা নেই। তাই সিনেমায় অভিনয়ের আগে নিজেকে তৈরি করব। তার আগে মুভি ক্যামেরার সামনে দাঁড়াতে চাই না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English