শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সাংবাদিকদের হাতে চেক তুলে দিলেন এমপি মাশরাফি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৫৭ জন নিউজটি পড়েছেন

নড়াইলে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা।

রোববার নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, মো.আতিয়ার রহমান প্রমুখ।

মাশরাফি বিন মর্তুজা সাংবাদিকদের উদ্দেশে বলেন, করোনাকালীন পরিস্থিতিতে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেছেন।করোনাভাইরাসের প্রকৃত তথ্য তুলে ধরার কারণে প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টরা করোনা মোকাবেলায় যথাযথ ভূমিকা গ্রহণ করেছেন। দেশ ও জাতির যে কোনো ক্রান্তিকালে আগামীতেও সাংবাদিকরা সাহসী ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

জানা যায়, নড়াইলে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৭ জন সাংবাদিককে ১০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা দেয়া হয়েছে। তবে আওয়ামী লীগ সমর্থিত গুরুত্বপূর্ণ সাংবাদিকরা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা থেকে রহস্যজনকভাবে বাদ পড়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English