রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

সাংসদ নিক্সনের জামিন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৪০ জন নিউজটি পড়েছেন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে করা মামলায় সাংসদ মুজিবর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে জামিন দিয়েছেন জজকোর্ট। আজ মঙ্গলবার ফরিদপুরের জেলা ও দায়রা জজ সেলিম মোল্লা এ আদেশ দেন।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের মামলাটি করে নির্বাচন কমিশন। গত ১৫ অক্টোবর চরভদ্রাসন থানায় মামলাটি করেন চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, সাংসদ নিক্সন চৌধুরী গত ৯ অক্টোবর সকালে মুঠোফোন থেকে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারকে কল করেন। সাংসদ নির্বাচনে অধিকসংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, অধিকসংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগের কারণে তাঁর প্রার্থী পরাজিত হলে মহাসড়ক অবরোধ করা হবে। এ ছাড়া নানা ভয়ভীতি প্রদর্শন ও অশোভন মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়।

এ ছাড়া ১০ অক্টোবর নির্বাচনের দিন চরভদ্রাসন উপজেলার চর অযোধ্যা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এক ব্যক্তি আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে আটক হন। নির্বাচনের দায়িত্বে থাকা ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ওই ব্যক্তিকে আটকের নির্দেশ দেন। এ ঘটনায় সাংসদ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুঠোফোনে কল করে সাংসদ গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন হয়।

এ মামলায় আট সপ্তাহের জন্য হাইকোর্টের একটি বেঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান সাংসদ নিক্সন চৌধুরী। গত ২০ অক্টোবর হাইকোর্টের বিচারপতি শেখ জাকির হোসেন ও কে এম জাহিদ সরোয়ারের আদালত তাঁকে জামিন দিয়ে নিম্ন আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন।

আজ আদালতে নিক্সন চৌধুরীর জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী শামসুল হক ভোলা মাস্টার। রাষ্ট্রপক্ষ জামিনের আবেদনের বিরোধিতা করেনি। পরে আদালত দুই হাজার টাকা মুচলেকায় সাংসদ নিক্সন চৌধুরীকে জামিন দেন।

জামিন পাওয়ার পর সংসদ সদস্য নিক্সন চৌধুরী বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওই নির্বাচন বাতিল হয়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধে করা মামলার গুরুত্ব হারিয়েছে কি না, আদালত সে বিবেচনা করবেন।

৬ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয় গত ১০ অক্টোবর অনুষ্ঠিত চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনটি বাতিল করে দিয়েছে। পরে তারিখ ঘোষণা করে নির্বাচন করা হবে বলে নির্বাচন কমিশন সচিবালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই উপনির্বাচনে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি অনিয়মের প্রমাণ পেয়েছে। তাই উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩–এর বিধি ৮৮ অনুসারে উপনির্বাচনটি বাতিল করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English