ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার থেকে শুরু হয়েছে অনুশীলন পর্ব। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল ১০টা থেকে মাঠে নেমে পড়েন সাকিবরা।
হালকা ওয়ার্ম আপ, দৌড় ছিল শুরুর দিকে। পরে ক্যাচ প্র্যাকটিসে নেমে পড়েন সবাই। গ্লাভস হাতে অনুশীলন চালান মুশফিকুর রহীম। ক্যাচ অনুশীলনে সাকিব ছিলেন এক কাঠি সরেস। বেশ চঞ্চল চিত্তে বেশ কটি ক্যাচ লুফে নেন তিনি।
শেরে বাংলার ইনডোরে শুরু হয় টিম বাংলাদেশের ওয়ানডে দলের প্রস্তুতি। প্রাথমিক দলে জায়গা না পাওয়া মাশরাফি বিন মর্তুজাকে ছাড়াই এই অনুশীলন শুরু হয়েছে।
সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌছেছে ওয়েস্ট ইন্ডিজ দল। তিন দিনের কোয়ারেন্টিনে থেকে এরপর অনুশীলনে নামবে ক্যারিবীয়রা।
২০ জানুয়ারি শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। ২২ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ এবং ২৫ জানুয়ারি তৃতীয় ম্যাচ। ৩ ফেব্রুয়ারি শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এবং ১১ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় ম্যাচ।