শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ছয় ঘণ্টায় তিনজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৫৬ জন নিউজটি পড়েছেন

করোনা উপসর্গ নিয়ে আজ শুক্রবার তিনজনের মৃত্যু হয়েছে। সকালে ছয় ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের মৃত্যু হয়।

সর্বশেষ মৃত্যুবরণকারী ব্যক্তির বয়স ৬০ বছর। তিনি সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার বাসিন্দা।

হাসপাতালের চিকিৎসক মানস মণ্ডল জানান, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তি সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে আসেন। আইসোলেশন ইউনিটে ভর্তি করার আধা ঘণ্টা পর তিনি মারা যান। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।

চিকিৎসক মানস মণ্ডল জানান, এর আগে ভোর সাড়ে চারটার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে সদর উপজেলার বাঁশদাহ গ্রামের এক ব্যক্তি (৪৫) এবং সকাল নয়টার দিকে সাতক্ষীরা শহরের পুরোনো সাতক্ষীরা এলাকার এক ব্যক্তি (৯০) মারা যান।

সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, স্বাস্থ্যবিধি মেনে তিনজনের মরদেহ দাফন করতে বলা হয়েছে। একই সঙ্গে তাঁদের বাড়ি লকডাউন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English