জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি আগামী ৭ দিনের মধ্যে মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি শুক্রবার দুপুরে রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার মতবিনিময় সভায় এ নির্দেশ দেন।
সভায় কোনো সংবাদকর্মীকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। শুধু বেসরকারি টেলিভিশনের ক্যামেরাম্যান ও ফটো সংবাদিকদের পাঁচ মিনিটের জন্য ছবি তোলার সুযোগ দেওয়া হয়।
সভায় উপস্থিত বেশ কয়েকজন নেতা জানান, মতবিনিময় সভায় প্রধান অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ১০ মাস আগে রংপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে শুধু সভাপতি পদে শাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক পদে তুষার কান্তি মন্ডল নির্বাচিত হন। কিন্তু ১০ মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এর আগে মহানগর আওয়ামী লীগের সাবেক কমিটির যুগ্ম সম্পাদক নওশাদ হোসেন, সহ-সভাপতি দিলশাদ হোসেন মুকুল, সাবেক কোষাধ্যাক্ষ শামসুল আলম কোয়েলসহ বেশকয়েকজন মহানগর নেতা বক্তব্য দেন।
এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেন, আমাদের ৭ দিন সময় দেওয়া হয়েছে। আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি করে তালিকা পাঠিয়ে দেব।
অন্যদিকে মহানগর সভাপতি শাফিয়ার রহমান বলেন, দলের ত্যাগী নিবেদিত নেতাকর্মীদেরই কমিটিতে রাখা হবে।