শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সাবমেরিনে থাকা অক্সিজেনে আরোহীরা বাঁচবেন আর ৭২ ঘণ্টা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ১৬৬ জন নিউজটি পড়েছেন
সাবমেরিনটির ৫৩ নাবিকই মারা গেছেন

৫৩ জনকে নিয়ে পানির নিচে নিখোঁজ হওয়া ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সাবমেরিনে যে অক্সিজেন আছে; তাতে আর মাত্র ৭২ ঘণ্টা জীবিত থাকতে পারবেন আরোহীরা।

বুধবার সকালে বালি দ্বীপের উত্তরে সাগরে নিখোঁজ হওয়া ওই সাবমেরিন নিয়ে বৃহস্পতিবার দুপুরে এতথ্য দিয়েছে দেশটির নৌ বাহিনী।

এরই মধ্যে কেআরআই নাঙ্গালা-৪০২ নামের এই সাবমেরিন খুঁজতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইন্দোনেশিয়া। সঙ্গে যুক্ত হয়েছে হেলিকপ্টারও। আরও ৪০০ উদ্ধারকর্মী তল্লাশি চালিয়ে যাচ্ছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার এতথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

কর্মকর্তারা জানিয়েছেন, বালি দ্বীপের প্রায় ৬০ মাইল দূরে পানির নিচে অনুশীলনের সময় সাবমেরিনটির সঙ্গে কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে এর সন্ধানে তল্লাশি শুরু হয়। এই সাবমেরিন খুঁজতে সহয়তা করছে সিঙ্গপুর ও মালয়েশিয়া।অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জার্মানিসহ বেশ কয়েকটি দেশ উদ্ধার কাজে সহায়তার প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়াকে।

ইন্দোনেশিয়ার ফাস্ট এডমিরাল জুলিয়াস ইউজোজোনো বার্তা সংস্থা এএফপিকে বলেন, সাবমেরিনের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। কোথায় এটি নিখোঁজ হয়েছে তা জানা গেছে, তবে পানির নিচের এই এলাকাটি খুবই গভীর।

ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিন রয়েছে; নিখোঁজ হওয়া সাবমেরিন যার একটি। ৭০ এর দশকে এই সাবমেরিনটি তৈরি করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English