শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

সাড়ে সাত কোটি ৫জি আইফোন বানাচ্ছে অ্যাপল, নতুন ঘড়িও আসছে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩ জন নিউজটি পড়েছেন

এ বছরের মধ্যে ৭৫ মিলিয়ন (সাড়ে সাত কোটি) ৫জি আইফোন তৈরি করতে চায় অ্যাপল ইনকর্পোরেশন। গত বছরের সঙ্গে মিল রেখেই এ বছর বিশাল সংখ্যক আইফোন বাজারে নিয়ে আসতে চায় প্রতিষ্ঠানটি।

করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার জেরে বিশ্বের বিভিন্ন খাত থমকে গেলেও প্রযুক্তি পণ্যের চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। তারা ৫জি আইফোন ছাড়াও বিপুল সংখ্যক আইপড, নতুন ঘড়ি ও হোমপড বাজারে নিয়ে আসতে চায়।

এর আগে অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছিল, ২০২০ সালে ৮০ মিলিয়নের বেশি মানুষের হাতে পৌঁছাবে নতুন মডেলের আইফোন। চলতি বছরের অক্টোবরেই ৫জি প্রযুক্তির নতুন আইফোন বাজারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে অ্যাপলের। সেই মেবাইলের ডিজাইন যেমন আলাদা হবে, স্ক্রিনের ধরনও হবে আগের তুলনায় ভিন্ন।

দুই ধরনের নতুন ঘড়ি এবং এয়ার ফোন বাজারে নিয়ে আসতে যাচ্ছে অ্যাপল। তবে এ ব্যাপারে অ্যাপলের মুখপাত্র এখনই কিছু বলতে রাজি হননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English