রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

সাড়ে ৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় রুটে ফেরি চলাচল স্বাভাবিক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৩৭ জন নিউজটি পড়েছেন

ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। এতে করে দেশের গুরুত্বপূর্ণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত ফেরি চলাচল পুনরায় শুরু হল।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সোমবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি ও লঞ্চসহ সব রকমের নৌযান চলাচল বন্ধ হয়।নদী পারের অপেক্ষায় দুই পাড়ে আটকা পড়ে কয়েকশ যানবাহন। ফলে শীত ও কুয়াশায় আটকে থাকা পরিবহনের যাত্রী ও চালকরা সীমাহীন দুর্ভোগে পড়েন।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, সোমবার মধ্যরাত থেকেই নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। এক পর্যায়ে দৃষ্টিসীমা কমে এলে দুর্ঘটনা এড়াতে রাত ৩ টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English