মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

সাড়ে ৯ কোটি টাকা বকেয়া পরিশোধ করলো গ্রামীণফোন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মোবাইল টাওয়ার ব্যবহার বাবদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ৯ কোটি ৬৩ লক্ষ ৭ হাজার ৩ শত পঁচাশি টাকা বকেয়া অর্থ পরিশোধ করলো মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। রবিবার (১৮ অক্টোবর) সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে গ্রামীণফোনের কর্মকর্তাবৃন্দ উক্ত বকেয়া পরিশোধের চেক হস্তান্তর করেন। ২০১৩-১৪ অর্থবছর হতে ২০১৯-২০ অর্থবছরের বকেয়া বাবদ দক্ষিণ সিটি কর্পোরেশন এর কাছে গ্রামীণফোন কর্তৃপক্ষ উক্ত অর্থমূল্যের চেক হস্তান্তর করে।

গ্রামীণফোন কর্তৃপক্ষের কাছ থেকে এই বকেয়া আদায় প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক বলেন, আইন ও তফসিল অনুযায়ী কর্পোরেশন মোবাইল ফোন অপারেটরদের কাছ থেকে অর্থ প্রাপ্য হলেও এ বিষয়ে উদ্যোগের অভাবে কর্পোরেশন এ খাত হতে কখনো অর্থ আদায় করতে পারেনি। কিন্তু ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশনায় আমরা এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করি এবং সকল মোবাইল ফোন অপারেটরকে কর্পোরেশন এলাকায় ব্যবহৃত টাওয়ারের তথ্য-উপাত্ত চেয়ে পত্র প্রদান করি। তারই আলোকে গ্রামীণফোন কর্তৃপক্ষ তাদের টাওয়ারগুলোর সার্বিক বিবরণসহ প্রয়োজনীয় অন্যান্য তথ্য-উপাত্ত সরবরাহ করে এবং আমাদের সাথে কয়েক দফা বৈঠকের মাধ্যমে বিগত সাত বছরের সমুদয় বকেয়া বাবদ ৯ কোটি ৬৩ লক্ষের অধিক অর্থ পরিশোধ করে। আমরা বিশ্বাস করি, অন্যান্য মোবাইল ফোন অপারেটরগুলোও গ্রামীণফোনের কার্যক্রম অনুসরণ করে দ্রুততার সহিত কর্পোরেশনের কাছে তাদের সমুদয় বকেয়া পরিশোধ করবে।

উল্লেখ্য যে, আদর্শ কর তফসিল ২০১৬ এর ১০(৪.২৯৭) ধারা অনুযায়ী কর্পোরেশনে এলাকায় মোবাইল ফোন অপারেটরগুলো তাদের টাওয়ার/বিটিএস ব্যবহারে সংশ্লিষ্ট বাড়ির মালিকের সাথে যে চুক্তি সম্পাদন করে থাকেন, সম্পাদিত সেই চুক্তির ছয় ভাগের এক ভাগ অর্থ কর্পোরেশনকে প্রদান করতে হয়। ইতোপূর্বে এ বিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি বিধায় কর্পোরেশন মোবাইল ফোন অপারেটরদের কাছ থেকে বড় অংকের রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হচ্ছিলো। প্রথমবারের মতো এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সেবা প্রদানকারী মোবাইল ফোন অপারেটরগুলোকে ডিএসসিসির রাজস্ব বিভাগ হতে পত্র প্রদান করা হয়। সেই পত্র প্রদানের পর গ্রামীণফোন কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন ডিএসসিসির কর্মকর্তাবৃন্দের সাথে কয়েক দফা বৈঠক করে এবং বিগত ১৮ অক্টোবর সকালে নগর ভবনে গ্রামীণফোন কর্তৃপক্ষ ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে সমুদয় বকেয়ার চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, গ্রামীণফোনের স্টেট এজেন্সি এঙ্গেজমেন্ট এন্ড সাপোর্ট বিভাগের পরিচালক এস এম রায়হান রশিদ, টাওয়ার ইনফ্রা অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোঃ ফিরোজ উদ্দীন এবং ট্যাক্সেশন অন্ড ফিসক্যাল কমপ্লায়েন্স বিভাগের প্রধান ও পরিচালক মোঃ আরিফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English