রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

সিটি কলেজের এক ছাত্রের আমৃত্যু কারাদণ্ডসহ ৬ জনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

রাজধানীর ধানমন্ডিতে কলেজছাত্র আয়াজ হক হত্যা মামলায় আসামি ইনজামামুল ইসলাম ওরফে জিসানকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন ওই আদেশ দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন তৌহিদুল ইসলাম, মশিউর রহমান আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালেহ মো: নাসিম ও আরিফ হোসেন রিগ্যান। আসামিরা ধানমন্ডি সিটি কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র ছিলেন।

এর আগে কারাগারে আটক আসামি ইনজামামুল ইসলাম ওরফে জিসান ও তৌহিদুল ইসলামকে আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। তবে মামলায় মশিউর রহমান আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালেহ মো: নাসিম ও আরিফ হোসেন রিগ্যান পলাতক থাকায় তারা আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ৯ জুন সিটি কলেজের প্রীতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি ও খরচ বাবদ টাকা তোলার বিষয় নিয়ে আয়াজের বড় ভাই সিটি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আশদিন হকের সাথে আসামিদের কথাকাটাকাটি ও মারামারি হয়।

একপর্যায়ে ওইদিন বিকেলে ধানমন্ডি থানার জিগাতলায় অবস্থিত যাত্রী ছাউনির কাছে আয়াজকে একা পেয়ে এলোপাতাড়ি মেরে মারাত্মক জখম করেন আসামিরা। পরে আয়াজকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, আয়াজের বাবা আইনজীবী শহীদুল হক ২০১৪ সালের ৯ জুন ধানমন্ডি থানায় সিটি কলেজের বাণিজ্য বিভাগের ছয় ছাত্রের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন।

২০১৫ সালের ১৩ মে ধানমন্ডি থানার এসআই সাহিদুল বিশ্বাস ৪৭ জনকে সাক্ষী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৬ সালের ২৪ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন। বিচার চলাকালে বিভিন্ন সময়ে আদালত ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English