সিরাজগঞ্জের তাড়াশে রড বোঝাই একটি লং-ভেইকেলের চাপায় ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের খালকুলায় রাজশাহী থেকে ঢাকাগামী একটি লং-ভেইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে পাঁচজন পথচারীকে ধাক্কা দেয়।
এসময় ঘটনা স্থলেই পার্শ্ববর্তী কালুপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে ময়নাল হোসেন (৩২) এবং শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মানিক হোসেন (৩০) নিহত হন। গুরুতর আহত উল্লাপাড়া উপজেলার শিমলা গ্রামের আমির হোসেনের ছেলে মিলন হোসেনকে (৩৫) সিরাজগঞ্জ নেয়ার পথে মারা যান ।
এছাড়া বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাড়াশের নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে আলহাজ্ব আলী (৩০)মারা যান।