বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

সিলেটে পাথরকোয়ারি খুলে দেয়ার দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা টানা ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার ধর্মঘট বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। তবে পাথরকোয়ারি খুলে না দিলে বিজয় দিবসের পর সিলেট বিভাগের পণ্য পরিবহন, বাস-মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের নিয়ে লাগাতার ধর্মঘট কর্মসূচি পালনের আলটিমেটাম দেয়া হয়।

সিলেটে পণ্য পরিবহন ধর্মঘটের শেষ দিনে বিশেষ করে সিলেট নগরীর প্রবেশমুখ দক্ষিণ সুরমার তেতলী বাইপাস রোড পয়েন্ট, হুমায়ুন রশিদ চত্বর, পরাইরচক পীর হাবীবুর রহমান চত্বর, এয়ারপোর্ট থনার তেমুখী পয়েন্ট, ধুপাগুল, ভোলাগঞ্জ, শাহপরাণের সুরমা পয়েন্ট, হরিপুর, জৈন্তাপুর, জাফলং, তাজপুর ও গোলাপগঞ্জে জেলা ট্রাক মালিক গ্রুপের আঞ্চলিক কমিটি ও জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটির নেতারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পাথরকোয়ারি খুলে দেয়ার দাবিতে মিছিল-সমাবেশ করেন।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমার পারাইরচকের ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব মো. নুরুল আমীনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল।

বক্তব্য রাখেন- সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক পুলক কবির চৌধুরী, সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ও বিভাগীয় যুগ্ম সম্পাদক মো. আমির উদ্দিন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. জুবের আহমদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English