সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সিলেটে পাহাড়-টিলা কাটার প্রতিবাদে বেলার মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

অবৈধভাবে পাহাড়-টিলা কাটার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। মঙ্গলবার নগরীর হাওলাদারপাড়ায় মজুমদার টিলাসংলগ্ন স্থানে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

‘পাহাড়-টিলা কাটা বন্ধ করো, প্রাণ-প্রকৃতি রক্ষা করো’ এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীসহ উপস্থিত ছিলেন- পরিবেশবাদী সংগঠন ভূমি সন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবীর, সিনিয়র ফটোসাংবাদিক শেখ নাসির, দ্য ডেইলি স্টারের সিলেট প্রতিনিধি দ্বোহা চৌধুরী, সাংবাদিক শামীম আহমেদসহ অনেকেই।

বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতারের সভাপতিত্বে ও ফিল্ড অফিসার আল-আমিন সরদারের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, সিলেট সিটি কর্পোরেশন ও পার্শ্ববর্তী এলাকায় উচ্চ আদালতের রায় উপেক্ষা করে উদ্বেগজনকভাবে পাহাড়-টিলা কাটা চলছে; যা পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থাকে মারাত্মক ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে। পাহাড়-টিলা কাটার কারণে পরিবেশ, প্রতিবেশগত অবস্থা এবং জনবসতি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। এর ফলে ভূমিধসসহ পার্শ্ববর্তী বিভিন্ন স্থাপনা, বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া আশপাশের ড্রেনেজ ব্যবস্থাকেও ক্ষতিগ্রস্ত করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English