শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

সুইডেনে স্কাইডাইভার বহনকারী প্লেন বিধ্বস্ত, নিহত ৯

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪২ জন নিউজটি পড়েছেন
সুইডেনে স্কাইডাইভার বহনকারী প্লেন বিধ্বস্ত, নিহত ৯

সুইডেনে একটি প্লেন বিধ্বস্ত হয়ে ভেতরে থাকা নয় আরোহী নিহত হয়েছেন। আরোহীদের মধ্যে আটজন ছিলেন স্কাইডাইভার এবং একজন পাইলট। স্কটিশ পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার সুইডেনের ওরেব্রো বিমানবন্দরের রানওয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্লেনটি উড্ডয়ন করতে গেলে বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে।

সুইডিশ পুলিশ এক বিবৃতিতে বলেছে, এটি খুবই গুরুতর দুর্ঘটনা। প্লেনে থাকা সকল আরোহী মারা গেছেন।

দেশটির প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।

এর আগে, ২০১৯ সালে অনেকটা একই ধরনের দুর্ঘটনায় স্কাইডাইভার বহনকারী প্লেনের নয় আরোহী নিহত হন। পরে তদন্তে দেখা যায়, প্লেনটিতে আরোহী ওঠানোয় অনিয়ম হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English