রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সুদানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮৯ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮ জন নিউজটি পড়েছেন

সুদানে এক মাসেরও বেশি সময় ধরে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৮৯ জন এবং আহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। সোমবার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা হতাহতের নতুন এ সংখ্যার কথা জানিয়েছে। খবর এএফপি’র।

দেশটির ওই সংস্থার এক বিবৃতিতে আরো বলা হয়, বন্যায় মোট ৩৭ হাজার ২৪৯টি ঘরবাড়ি এবং ১৫০টি সরকারি ভবন ধসে পড়েছে।

সুদানে সাধারণত জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রবল বর্ষণ হয়ে থাকে এবং এতে দেশটিকে প্রতি বছর ব্যাপক বন্যা মোকাবিলা করতে হয়।

সেচ ও পানি মন্ত্রণালয় জানায়, ‘নীল নদের পানি এক শ’ বছরেরও বেশি সময়ের আগের রেকর্ড ভেঙ্গে এযাবৎকালের সর্বোচ্চ উচ্চতা দিয়ে প্রবাহিত হতে দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার সুদানে জাতিসঙ্ঘের মানবিক বিষয়ক সমন্বয় দফতর (ওসিএইএ)-এর অতি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের বন্যায় এ পর্যন্ত প্রায় তিন লাখ ৮১ হাজার ৭৭০ জন ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির পশ্চিমাঞ্চলের উত্তর দারফুর এবং দক্ষিণাঞ্চলের সান্নার রাজ্য বন্যায় বসচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওসিএইচএ মুখপাত্র জানান, ২০১৯ সালে বর্ষা মৌসুমে দেশটিতে প্রায় চার লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English