বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

সুন্দরবনে ৮ মণ কাঁচা চিংড়ি ও নৌকা জব্দ

মোংলা প্রতিনিধিঃ মনির হোসেন
  • প্রকাশিতঃ বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ১৮৮ জন নিউজটি পড়েছেন
সুন্দরবনে ৮ মণ চাকা চিংড়ি ও নৌকা জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুন্দরবনের নদী ও খাল থেকে অবৈধভাবে শিকার করে আনা ৮ মণ কাঁচা চিংড়ি, ২০ গজ পলিথিন ও একটি নৌকা আটক করেছে বনবিভাগ। তবে এ ঘটনায় কাউকেই আটক করতে পারেনি তারা। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ এনামুল হক বুধবার (৪ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (৪ আগস্ট) ভোর রাতে পূর্ব সুন্দরবনের আন্ধারিয়া খাল থেকে নৌকা ভর্তি ৮ মণ কাঁচা চিংড়ি, দুটি ককসেট, ২০ গজ পলিথিন ও পাঁচটি প্লাস্টিকের বস্তা জব্দ করে বনবিভাগের সদস্যরা। অভিযান চলাকালে বনবিভাগের উপস্থিতি টের পেয়ে নৌকা ও মাছ ফেলে দ্রুত পালিয়ে যায় চোরা শিকারিরা। তিনি আরো জানান, গোপনে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করে চোরা শিকারি চক্র বিষ প্রয়োগ করে নদী ও খালের বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলছে যা সুন্দরবনের জীববৈচিত্রের জন্য হুমকি সরুপ। তিন মাস সুন্দরবনে মাছ ধরার পাশপারমিট বন্ধ থাকার সুযোগে চোরা শিকারিরা আইনশৃঙ্খলা বাহিনী ও বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে মাছ নিধন করছে। বনের জন্য হুমকি এসব সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে বনবিভাগের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত চিংড়ি মাছ পরবর্তীতে কেরোসিন দিয়ে মাটিতে চাপা দেওয়া হয় এবং নৌকা ভেঙে ফেলা হয় বলে জানিয়েছেন চাঁদপাই রেঞ্জের কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English